আব্দুল বাছিত খান: ফিলিস্তিনে বর্বর ঈসরায়িলী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে ২২ মার্চ রাত ৯টায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার তাওহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মুন্সিবাজার জামেয়া ইসলামীয়া ক্বওমিয়া দারুল হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন এর সভাপতিত্বে বাংলাদেশ হেফাজতে ইসলাম কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া ও মাওলানা শামছুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, মুসলিম কমিনিউটি কমলগঞ্জের সভাপতি হাফেজ মুশতাক আহমেদ, বলরামপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ওলিউর রহমান জাকির,বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার আতাউর রহমান খান, মুন্সিবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন,৩নং মুন্সিবাজার ইউনিয়ন তালামিযের সভাপতি ইমরান আহমেদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ রুহুল আমিন,বিশিষ্টা ব্যবসায়ী রুমেল আহমেদ তরফদার, সমাজসেব হেলাল আহমেদ তরফদার, কমলগঞ্জ সমাজকল্যাণ পরিষদের সভাপতি ফাত্তাহুর রশিদ চৌধুরী মাহফুজ, সাধারণ সম্পাদক হাফেজ লুৎফুর রহমান শিপন, সিদ্বেশ্বর পুর মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান, মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মাওলানা মাশহুদ আহমেদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী লিটন,কোষাধ্যক্ষ আব্দুল হাদী জুমন,জুনেদ আহমদ, মাওলানা খায়রুল ইসলাম তারেক, আব্দুর রহমান, মাওলানা আব্দুল মালিক, শাফিন আহমেদ, শাহিন আহমদসহ এলাকার সর্বস্তরের তওহিদী জনতা।
সমাবেশে বক্তারা প্রবিত্র রমজান মাসে ঈসরায়েল কতৃক নিরহ ফিলিস্তিনিদের উপর হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের তীব্র নিন্দা জানান এনং জাতি সংঘের হস্তক্ষেপে অবিলম্বে বিশ্ব ব্যাপী মুসলমানদের উপর আগ্রাসন বন্ধের আহবান জানান। পরিশেষে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্তি হয়।
Leave a Reply