নিজস্ব প্রতিবেদক:
প্যালেস্টাইনে ইসরাইল-আমেরিকার আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সোমবার (২৪ মার্চ) সিলেট সিটি পয়েন্টে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ২০২০-২৩ সাল থেকে শান্তিপ্রিয় বিশ্বকে অশান্ত সৃষ্টিকারী খুনি ও নব্য হিটলার নেতানিয়াহুর নেতৃত্বে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নর, নারী ও শিশু নিহত হয়েছেন। শান্তিচুক্তির পরও গাজায় গণহত্যা চলছে। গণহত্যা বন্ধে রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া ও সৌদি আরবের মতো বড় বড় রাষ্ট্রের ভূমিকা উল্লেখযোগ্য নয়। আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহু ও তার সামরিক প্রধানের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ উঠার পরও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। আমাজানের মতো গভীর জঙ্গলে গিয়েও যে দেশটি মাতব্বরি করে তারা গাজায় এ মানবতাবিরোধী অপরাধে সরাসরি যুক্ত হয়েছে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও শুধু নিন্দা জানিয়ে নীরব দর্শকের ভূমিকায় পরিণত।
সভাপতির বক্তব্যে ইকবাল হোসেন চৌধুরী বলেন, সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে ঠেকাতে হলে বাংলাদেশে আমাদের ইসরাইলের দালাল রাজনীতিকদের শনাক্ত ও বর্জন এবং ইসরাইলী পণ্য বর্জনে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। তিনি গাজায় প্যালেস্টাইনে ইসরাইল-আমেরিকার আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বর্তমান অন্তর্বতীকালীন সরকারের উদেষ্টা পরিষদে একটি নিন্দা প্রস্তাব এবং বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলে যাতায়াতে নিষেধাজ্ঞা পুনরায় অন্তর্ভুক্তির জন্য জোর দাবি জানান। প্রধান বক্তার বক্তব্যে জননেতা মকসুদ হোসেন গাজায় গণহত্যার জন্য নেতানিয়াহু ও ট্রাম্পকে চড়া মূল্য দিতে হবে উল্লেখ করে বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে কারও কারও মনে সংশয় দেখা দিয়েছে। ঐক্যমত কমিশনের ধান্ধা কি-এসব নিয়ে টকশোতে তোলপাড় হচ্ছে। দেশবাসীর এইসবে মাথাব্যথা নেই। তাদের চাওয়া উচ্চপর্যায়ে দুর্নীতি দমন, শক্তিশালী ন্যায়পাল ও সৎ জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার ব্যবস্থা শক্তিশালী করা, মোটকথা উন্নত বাংলাদেশ নির্মাণ করা। দেশবাসী চায় একটি আধুনিক বিজ্ঞান মনষ্ক গণতান্ত্রিক সমাজব্যবস্থা যেখানে দুর্নীতি ও উন্নয়ন একসাথে চলতে পারে না, যেখানে দলদাস, দলবাজী, বাটপার, লুটেরা কিংবা গোঁয়ার-গোবিন্দ মব তৈরি করবে না।
Leave a Reply