হয়তো জীবনধারণ কঠিন হবে তবু বাঁচতে হবে
বুক দিয়ে আগলে রাখতে হবে প্রিয়জনকে
বন্ধুর পথে দুঃসাহসী হতে হবে
প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে
এটাই জীবনে যুদ্ধজয়ের মন্ত্রণা।
কেউ তোমাকে অতি তুচ্ছ ভাববে —- ভাবুক
কারো চোখে তুমি অতি দীন, প্রতিপত্তিহীন
তাতে কী ! সেটাই তোমার স্বপ্ন-চূড়ার সোপান।
কারো বিচার ও দৃষ্টিভঙ্গিতে তুমি নিতান্তই গোবেচারা
যে সহজ ও সরল জীবনাচরণে, কর্মে নিষ্ঠাবান
যুদ্ধে তার জয় হবেই হবে।
জন্মের সমূহ দায় তোমার, ব্যর্থতার দায়ও তোমার !
অতএব হতোদ্যম হইয়ো না
সামনে এগিয়ে যাও দৃঢ় সংকল্পে
তোমার জয় একদিন হবেই হবে।
লিখেছেন মো: বদরুল ইসলাম
০৫/০৪/২৫ ইং
মুন্সী বাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply