এই জীবনের পথে পথে কত হাঁটলাম
কত মানুষ দেখলাম, আবার বন্ধনে বাঁধ পড়লাম
আবার কতজনকে বিস্মৃত হলাম তার ইয়ত্তা নেই।
ভুল বুঝে দূরে সরে গেল কেউ
স্বার্থ হাসিল হলো না বলে কেউ ভুলে গেল
কেউ কাঙালের মতো বসে রইলো আমার দরজায়,
কে যে কখন কী যে চাই সে হিসেবে বড়ো গরমিল
এই যে আমি — কী চেয়েছি আর কীইবা পেলাম
সে হিসাব মিলাতে গিয়েও পারি না,
এমন দুর্বোধ্য সমীকরণ এ সংসারের, বোঝা মুশকিল।
আমি বলি না কেউ আমার পথ চেয়ে থাকুক
আমি বলি না কেউ আমাকে ভালোবাসুক —
আমি কারো শেষ ঠিকানা হতে চাই না
সবাই যেন জীবনের অস্তিত্ব খুঁজে পায় —
পথের শেষটা যেন খুঁজে পায় — এই কামনা করি।
মো: বদরুল ইসলাম।
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply