কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টায় কমলগঞ্জ থানা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
সভায় ওসি ইফতেখার হোসেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিসচা নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন।
নিসচা নেতৃবৃন্দ কমলগঞ্জে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি ও যানজট পরিস্থিতি তুলে ধরে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি পেশ করেন। তাদের দাবিগুলোর মধ্যে ছিল—
কমলগঞ্জ উপজেলায় স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগ,ট্রাফিক আইন অমান্যকারী, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ,
হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে মোবাইল টিম পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ,বাজার এলাকায় যানজট নিরসনে অবৈধ দোকান উচ্ছেদ,ভাঙা রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ গ্রহণ। এইসব বিষয় নিয়ে সভায় বিস্তর আলোচনা হয় এবং ওসি ইফতেখার হোসেন নিসচা’র সব দাবির প্রতি সম্মান জানিয়ে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভায় আরও উপস্থিত ছিলেন—নিসচা কমলগঞ্জ শাখার কার্যকরী সদস্য আব্দুল গনি, শুভাকাঙ্ক্ষী সাংবাদিক আব্দুল মালিক, সদস্য সাংবাদিক নাজিম উদ্দীনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply