খেলা চলছে — ঘোড়দৌড় খেলা
ঊর্ধ্বশ্বাসে ছুটছি সবাই, জয়ী হতেই হবে।
কাউকে ধাক্কা মেরে হোক, অথবা ল্যাং মেরে হোক
লাল ফিতা আমাকে ছুঁতেই হবে।
খেলাও একটা যুদ্ধ বটে
জিততে গেলে ন্যায়অন্যায় খুঁজতে নেই
পরাজয় স্বীকার করতে নেই
কারণ জয়েই যে যুদ্ধ যুদ্ধ খেলার মাহাত্ম্য।
সততা নীতিকথা আদর্শ শুধু বুলি আউড়ানো
মোদ্দা কথা তো কূটকৌশল,
যা মানুষকে সীমাহীন স্বেচ্ছাচারিতা শেখায়।
মো:বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply